ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

নকল প্রতিরোধে ডিজিটাল সফটওয়্যার সল‍্যুশন

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১:১৫ অপরাহ্ন

banglahour

ঢাকা:  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে ও লিডস করপোরেশন লিমিটেড এর সহযোগিতায় পার্লামেন্ট ক্লাব, জাতীয় সংসদ ভবনে 'দ্রব্য-সামগ্রী নকল প্রতিরোধে ডিজিটাল সফটওয়্যার সল্যুশন শীর্ষক' একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। 

আজ (০৮-১১-২০২২ খ্রি:) কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান, সভাপতি হিসেবে অধিদপ্তরের পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং বিশেষ অতিথি হিসেবে লিডস্ করপোরেশন লিমিটেড এর ব‍্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। 


সভায় নকল পণ‍্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ, মোড়কজাত নীতিমালা অনুযায়ী পণ‍্যের গায়ে এমআরপি প্রদান এবং আমদানিকৃত পণ‍্যের গায়ে আমদানিকারকের সিল প্রদানের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে কিছু অসাধু ব‍্যবসায়ী স্বনামধন‍্য প্রতিষ্ঠানের পণ‍্য বিশেষ করে ঔষধ, কসমেটিকস পণ‍্য, শিশু খাদ‍্য এবং ইলেকট্রনিক পণ‍্য নকল করে বিক্রয় করছে।

দ্রব‍্য- সামগ্রী নকল প্রতিরোধে 'ডিজিটাল সফটওয়্যার সল‍্যুশন' শীর্ষক সফটওয়্যারটি কিভাবে সহায়ক হবে সে বিষয়ে লিডস্ করপোরেশন একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

অধিদপ্তরের মহাপরিচালক নকল পণ‍্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি কোম্পানির পণ‍্য যেন নকল করা না হয় সে বিষয়ে কোম্পানিগুলোকে সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানান। আলোচনা শেষে মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণে সকলে  সমন্বিতভাবে যেন কাজ করে এই আশাবাদ ব‍্যক্ত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

banglahour
উপজেলা নির্বাচন অংশগ্রহণ
৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি

সর্বশেষ

banglahour
উপজেলা নির্বাচন অংশগ্রহণ
৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি
banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com