ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

এআই ব্যবহারে শিক্ষাগত মূল্যবোধ জরুরি

জাতীয় | নিউজ ডেস্ক

(৪ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৩, সোমবার, ২:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৩ অপরাহ্ন

banglahour

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির একাডেমিক মান বজায় রাখতে শিক্ষাগত মূল্যবোধ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। একইসঙ্গে  শিক্ষাবিদদের অবশ্যই নৈতিকভাবে এবং একাডেমিক সততানীতি অনুযায়ী এআই ব্যবহার নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার ঢাকায় মহাখালীর বিএমআরসি ভবনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে একাডেমিক ইন্টিগ্রিটির প্রয়োজন’ শীর্ষক আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এবং বাংলাদেশ বায়োএথিক্স সোসাইটি যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

অধ্যাপক মোদাচ্ছের আলী বলেন, অ্যাকাডেমিক ইন্টিগ্রিটি হল একাডেমিক কাজের নৈতিক কোড এবং নৈতিক নীতি। একাডেমিক মান বজায় রাখার জন্য শিক্ষাগত মূল্যবোধ গ্রহণ করা প্রয়োজন। একাডেমিক কাজ সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. শরফুদ্দিন আহমেদ, ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এন্ড হসপিটালের নিউরোলজি বিভাগের পরিচালক প্রফেসর ডা. কাজী দ্বীন মোহাম্মদ ও স্বাস্থ্যসেবা অধিদপ্তররের সাবেক মহাপরিচাল অধ্যাপক শাহ মনির হোসেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com