ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ধানমন্ডি ১৫ তে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন

জাতীয় | ডেস্ক নিউজ

(৪ মাস আগে) ১৩ ডিসেম্বর ২০২৩, বুধবার, ১১:৪১ পূর্বাহ্ন

banglahour


রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এই আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা রুমা খানম সংবাদমাধ্যমকে এ তত্য নিশ্চিত করেন। তিনি বলেন, “রজনীগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে কে বা কারা তা জানা যায়নি। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”
বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক বছরেরও বেশি সময় ধরে কর্মসূচি পালন করে আসছে মাঠের বিরোধী দল বিএনপি। হামলা ও সংঘর্ষের ঘটনায় গত ২৮ অক্টোবর দলটির ঢাকার মহাসমাবেশ পণ্ড হয়। এরপর থেকেই হরতাল-অবরোধে ফেরে দলটি। আজ দলটির ১১ দফার ৩৬ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে।
হরতাল-অবরোধে বিএনপির নেতাকর্মীদের মাঠে তেমন সক্রিয় দেখা যায়নি। অধিকাংশ নেতা আত্মগোপনে ও শীর্ষ কয়েকজন নেতা জেলে থাকায় দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি ঘোষণা করে আসছেন। কর্মসূচির দিনে গুটিকয়েক নেতাকর্মীকে নিয়ে ঝটিকা মিছিল করতে দেখা যায় তাকে।
বিএনপি হরতাল-অবরোধে ফেরার পর দেশে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের ভাষ্যমতে, এসব যানবাহনে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অবরোধ ও হরতাল চলাকালে ২৭০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। যানবাহনগুলোর মধ্যে রয়েছে- ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৭টি অন্যান্য পরিবহন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com