ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

গৌরব আর অহংকারের মহান বিজয় দিবস আজ।

জাতীয় |

(৪ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার, ২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১৬ পূর্বাহ্ন

banglahour

১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে সংযোজিত হয় নতুন এক মানচিত্রের। লাখো শহীদের রক্তে আঁকা সে মানচিত্রের নাম বাংলাদেশ। দীর্ঘ ৯ মাস হানাদার পাকিস্তানীদের বিরুদ্ধে অসম যুদ্ধ করে জাতির বীর সন্তানেরা ছিনিয়ে এনেছিলেন বিজয়। ৩০ লাখ প্রাণ, ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এসেছিল চূড়ান্ত সফলতা। মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। । শৃঙ্খল মুক্ত করেছিলেন জাতিকে। জাতি বিনম্র শ্রদ্ধায় আর কৃতজ্ঞতায় স্মরণ করবে শ্রেষ্ঠ সন্তানদের। শ্রদ্ধার ফুলে ভরে যাবে স্মৃতিসৌধ।অগণিত মানুষের নিবেদিত ফুলে।

ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতীয় পর্যায়ের কর্মসূচি দিয়ে বিজয় দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের পরপরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।-বাসস

এ ছাড়াও রাজধানীসহ সারা দেশেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com