ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

রাজধানী জুড়ে নির্বাচনি প্রচার উৎসব

জাতীয় | ডেস্ক নিউজ

(৪ মাস আগে) ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার, ১:০৩ অপরাহ্ন

banglahour

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। সোমবার রাত ১২টার পর থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন আসনে শুরু হয় পোস্টার, ব্যানার ফেস্টুন লাগানো। আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা রাজধানীজুড়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, ভোট চাচ্ছেন। বিভিন্ন এলাকার অলি-গলিতে এখন উৎসবের আমেজে নির্বাচনি প্রচার চলছে।
প্রচারণার প্রথম দিন মঙ্গলবার রাজধানীর বিভিন্ন আসন ঘুরে দেখা গেছে, বেশিরভাগই নৌকা প্রতীক প্রার্থীদের নির্বাচনি পোস্টার, ব্যানার ও ফেস্টুন। স্বতন্ত্র প্রার্থী বা অন্য দলের প্রচারণা তেমন একটা দেখা যায়নি। ট্রাক বা খোলা পিকআপে যে নির্বাচনি প্রচারণা চালাতে দেখা গেছে সেটাও নৌকার প্রার্থীদের।
এর আগে সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই নানাভাবে নিজেদের নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন তারা।
ঢাকার মধ্যে ৬, ৭, ৮ ও ১২ আসন ঘুরে দেখা গেছে, এসব আসনে নৌকার প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর নির্বাচনি কোনো পোস্টার বা প্রচারণা দেখা যায়নি।
ঢাকা-৬ আসনের বাসিন্দা আলী হোসেন বলেন, এই আসনে নৌকার প্রার্থী সাঈদ খোকনের পোস্টার ছাড়া অন্য কারো পোস্টার দেখিনি। মাইকে, ট্রাকে তার প্রচারণা চলছে।
এ আসনটিতে নৌকার প্রার্থী ছাড়াও পিপলস পার্টির হামিদুর রেজা খান ভাসানী (আম), তৃণমূল বিএনপির কাজী সিরাজুল ইসলাম (সোনালি আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি), গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার (মাছ), ইসলামী ঐক্য জোটের রবিউল আলম মজুমদার (মিনার), জাতীয় পার্টি-জেপির সৈয়দ নাজমুল হুদা (বাইসাইকেল) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রতীক বরাদ্দ পেলেও প্রথম দিন তাদের প্রচারণায় দেখা যায়নি।
ঢাকা-৭ আসনে মোট ৬ জন প্রার্থী। নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান সেলিম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নূর জাহান বেগম (ছড়ি), বাংলাদেশ সুপ্রীম পার্টির আফসার আলী (একতারা), জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা (আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারি (মশাল) প্রতীক নির্বাচনের মাঠে থাকলেও এখন পর্যন্ত তাদের প্রচারণার কিছুই চোখে পড়েনি।
ঢাকার-৮ আসনেও একই চিত্র দেখা গেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে মালিবাগ, শান্তিনগর, শাহবাগ, ঢাকা মেডিকেল এলাকা ও ইস্কাটনে ঘুরে শুধু নৌকার প্রতীক প্রার্থীর পোস্টার দেখা গেছে। অন্য কোনো প্রার্থীর পোস্টার দেখা যায়নি।
এই আসনে মোট ১০ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে নৌকা প্রতীকের আওয়ামী লীগের আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার (মিনার), তৃণমূল বিএনপির এম এ ইউসুফ (সোনালি আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির খন্দকার এনামুল নাছির (একতারা), ন্যাশনাল পিপলস পার্টির মো. আবুল কালাম জুয়েল (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার (মোমবাতি), জাতীয় পার্টির মো. জুবের আলম খান (লাঙ্গল), বাংলাদেশ তরীকত ফেডারেশনের মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (ফুলের মালা), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের মো. সাইফুল ইসলাম (টেলিভিশন) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রাসেল কবির (ছড়ি) প্রতীক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক বরাদ্দ পেলেও এদিন নৌকা ছাড়া কারো প্রচার-প্রচারণা দেখা যায়নি।
এছাড়া, ঢাকা-১২ আসনে ঘুরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান খান কামালের পোস্টার ছাড়া অন্যদের পোস্টার দেখা যায়নি। মধুবাগ, মীরবাগ, নয়াটোলাসহ সংশ্লিষ্ট এলাকার সড়কগুলোতে রশি টানিয়ে ঝুলিয়ে রাখতে দেখা গেছে নৌকার পোস্টার।
১২ আসনে নৌকার প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশু (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. আবদুল হাকিম (মোমবাতি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আতিকুর রহমান নাজিম (টেলিভিশন), তৃণমূল বিএনপির প্রার্থী নাঈম হাসান (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির শাহিন খান (আম) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাদের তৎপরতা তেমন একটা চোখে পড়েনি।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com