
গোপালগঞ্জ: নির্বাচন শেষ হলেও চক্রান্ত-ষড়যন্ত্র এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জে দুইদিনের সফরের প্রথমদিন শনিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কর্মীসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যেন কোনো ছেদ না পরে তার জন্য দ্রুত মন্ত্রীসভা গঠন করা হয়েছে, কিন্তু তাতেও গাত্রদাহ হচ্ছে অনেকের। উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়া হয়েছে।