
ঢাকা: বাংলাদেশসহ ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া, ইথিওপিয়ার দেশের গৃহকর্মী নিয়োগে সর্বোচ্চ খরচ সীমা কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়।
দেশটিতে গৃহকর্মী ভিসায় বাংলাদেশিদের যেতে সর্বোচ্চ খরচ পড়বে ১১ হাজার ৭৫০ সৌদি রিয়াল। যা এর আগে ছিলো ১৩ হাজার রিয়াল।
বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া, ইথিওপিয়ার জন্য এ নিয়ম প্রযোজ্য হয়েছে।