ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ডিজিটাল স্বাস্থ্য সেবার যাত্রা

শুরু হল অনলাইনে রোগী নিবন্ধন কার্যক্রম

স্বাস্থ্য | নিজস্ব প্রতিবেদক

(২ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন

banglahour

সিলেট: ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারটির মাধ্যমে অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। এর মাধ্যমে দেশে ডিজিটাল স্বাস্থ্য সেবার যাত্রা শুরু হলো।

শনিবার সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের “ডিজিটাল সিলেট সিটি” প্রকল্পের আওতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।

হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমটির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৩১ টি মডিউল বিশিষ্ট ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ বাস্তবায়নাধীন রয়েছে। এ কার্যক্রমটি বাস্তবায়নের পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীরা সহজে সেবা পাবেন।

তিনি বলেন, প্রত্যেক রোগীর আলাদা ইলেকট্রনিক হেল্‌থ রেকর্ড সার্ভারে সংরক্ষিত থাকবে। ফলে একজন রোগীর পূর্বের ব্যবস্থাপত্র বা বিভিন্ন মেডিকেল পরীক্ষার রেকর্ডের ছাপানো দলিলাদি হারিয়ে গেলেও প্রয়োজনে তা খুঁজে বের করা সম্ভব হবে। এছাড়াও একই সিস্টেম অন্যান্য হাসপাতালে ব্যবহৃত হলে একজন রোগীর মেডিকেল রেকর্ড সে সকল হাসপাতাল থেকেও এক্সেস করা যাবে। এ সফ্‌টওয়্যারের মাধ্যমে হাসপাতালের অন্যান্য কার্যক্রমও ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য গৃহীত ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ বাস্তবায়নের মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান উন্নত হবে। তিনি স্মার্ট সিলেট বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তা কামনা করেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী; সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হারুন-অর-রশীদ।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com