ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

চার দফা দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

শিক্ষা | বাংলাআওয়ার ডেস্ক

(২ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ২:৪৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে সাতক্ষীরার দেবহাটা বি বি এম পি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিক আহমেদকে সভাপতি ও মুন্সীগঞ্জের গজারিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন ও অর্থ সম্পাদক মো. ফরহাদ হোসেন নির্বাচিত হন।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেবহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিক আহমেদ।এসময় উপস্থিত ছিলেন সদ্য সরকারি হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা।

পরে চার দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেন শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষক-কর্মচারীরা যে সব দাবি করেন- আত্তীকরণ বিধিমালা-২০২৪ এর বেতন ভাতা নির্ধারণের ১০নং ধারা দ্রুত সংশোধন করা। পে-প্রটেকশন নিশ্চিত করা। বেসরকারি আমলের কার্যকর চাকুরীকাল অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করা। প্রমোশন ও বদলীর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।

দাবীগুলো দ্রুত বাস্তবায়নে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির জন্য দ্বি-বার্ষিক সম্মেলনে ১৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রিয় কার্যকরী কমিটি গঠন করা হয়। মানববন্ধন ও সম্মেলনে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সারাদেশ থেকে আশা এসব শিক্ষকরা।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com