ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২৪ মার্চ ২০২৪, রবিবার, ৩:০২ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে   (২৪ মার্চ) রোববার সকালে জাতীয় প্যারেড স্কয়ারে ফিতা কেটে  বেলুন উড়িয়ে ৫ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান, প্রদর্শনী স্থানের ওপর দিয়ে উড়ে যায়। এসময় প্যারেড স্কয়ারে প্যারাট্রোপার সফলভাবে অবতরণ করে। প্রধানমন্ত্রী তিন বাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভেলিয়ন পরিদর্শন করেন এবং বিভিন্ন হালকা ও ভারী সমরাস্ত্র প্রত্যক্ষ করেন।

বর্তমান আওয়ামী লীগ সরকারের গেল ১৫ বছরে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন কর্মকাণ্ড স্টলে স্থান পেয়েছে। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারে এসে পৌঁছলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার তাকে স্বাগত জানান।

 

২৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৫ দিনের এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com