ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

কলকাতায় বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, ৯:০৭ অপরাহ্ন

banglahour

মঙ্গলবার সকালে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করেন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। 

এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র।

এর আগে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুষ্পস্তবক দিয়ে ‘মুজিব চিরঞ্জীব’ ভাস্কর্যে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান উপহাইকমিশনের কর্মকর্তা, বাংলাদেশ বিমান, কলকাতায় সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা।

সমাপনী ভাষণে বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাঙালিরা আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। গড়েছিল স্বপ্নের সোনার বাংলা।

 

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবারের মতো আগামীকাল বুধবার সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন। এতে যোগ দেবেন পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেরা।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com