
রমজান শেষের আগে ভোক্তাদের মাঝে পেঁয়াজ পৌঁছানো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ এসেছে বাংলাদেশে। আমি পেঁয়াজের মান নিয়ে সন্তুষ্ট। পেঁয়াজের দাম ৪০ টাকা নির্ধারণ করেছি। আমাদের একটা অভিজ্ঞতা হলো। অন্তত এই পেঁয়াজ ১৫ দিন সংরক্ষণ করে বাজারে বিক্রি করা যায়। এখন বাকি পেঁয়াজগুলো আনতে আমাদের কোনো সমস্যা হবে না। এর মাধ্যমে আমরা জানতে পেরেছি কত সময়ে আমরা পেঁয়াজগুলো ভারত থেকে আনতে পারব। আমাদের ঝুঁকি নিতে হয়েছে। এই ঝুঁকি সাধারণ মানুষের জন্য সুফল বয়ে আনবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।