ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ঈদে দেখা যাবে ‘ওমর’কে

বিনোদন | বিনোদন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ৬ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:৩২ পূর্বাহ্ন

banglahour

ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিনোদন অঙ্গনে প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় জানা যাচ্ছে অন্তর্জালে এবার কী কী দেকা যাবে। সেই তালিকায় এবার যুক্ত হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন সিনেমা ‘ওমর’।

 

নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নাটক পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। নির্মাণ করেছেন বেশ কিছু জনপ্রিয় নাটক। তবে সিনেমার ক্ষেত্রে সফলতার মুখ দেখেননি এ নির্মাতা।

 

জানা গেছে, ‘ওমর’ সিনেমার পোস্টারে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে। যদিও সিনেমাটিতে তাদের সংশ্লিষ্টতা কী তা পরিষ্কার নয়।

 

এ বিষয়ে রাজের ভাষ্য, ‘সিনেমা দেখলেই দর্শক বুঝতে পারবেন, কেন তাদের উৎসর্গ করা হয়েছে।’

  

তবে সিনেবিশ্লেষকরা রাজের এই উৎসর্গ করার বিষয়টিকে প্রচারণার কৌশল হিসেবে দেখছেন। ঈদে মুক্তি পাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘ওমর’।

 ‘ওমর’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদ প্রমুখ।

 

নির্মাতা রাজ এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি সিনেমার কোনো না কোনো গান দর্শক নন্দি

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com