ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভারতের ক্রিকেটার শামির পরকীয়া? স্ক্রিনশট ভাইরাল

খেলা | অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২১ এপ্রিল ২০২৪, রবিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

banglahour

সংগৃহীত ছবি

ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে পরকীয়া, ম্যাচ কারচুপি, মারপিটের অভিযোগ করেন স্ত্রী হাসিন জাহান। এবার হাসিন নতুন অভিযোগ আনলেন শামির বিরুদ্ধে।

সম্প্রতি শামির কিছু চ্যাট স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী হাসিন।

চ্যাটের স্ক্রিনশট থেকে দেখা যাচ্ছে, নারীদের সঙ্গে নানা ধরনের যৌন উসকানিমূলক কথা বলছেন শামি। কখনো স্তনপানের আবদার করছেন, কখনো কোনো নারীকে বিকিনি পরে আসার কথা বলছেন। যৌন সম্পর্কের নানা ধাপ নিয়েও আলোচনা চলছে। যদিও এগুলো শামির ফোন থেকে তোলা এমন কোনো প্রমাণ স্ত্রী দিতে পারেননি।

এদিকে স্ক্রিনশটগুলো শেয়ার করে পেস বোলার শামি লিখলেন- ‘ইয়া আল্লাহ তুমি সবাইকে ইনসাফ দাও। আমাকে আর আমার মেয়েকেও দাও। পাগল কুকুরের দল আমার পেছনে লেগে আছে। ওই কুকুরগুলোকে তুমি শাস্তি দাও।’

পোস্টের মন্তব্য সেকশন দুই ভাগে বিভক্ত। যারা হাসিনের পক্ষে তারা মন্তব্য করলেন, ‘স্পষ্টই সব দোষ শামির। শাস্তি হোক ওর’। ‘শামি ভালো ক্রিকেট খেলে ঠিকই। ভালো মানুষ নয়। এই চ্যাটগুলোই তার প্রমাণ’

তবে ক্রিকেটারের ভক্তরা আবার উল্টো কথা বলছেন। একজন লিখেছেন- ‘এই মেয়েটার আরও বেশি টাকা চাই। আবার অসভ্যতা শুরু করেছে।’ 

দ্বিতীয়জনের মন্তব্য, ‘এগুলো শামি পাঠিয়েছে প্রমাণ কই। তুমি তো নিজেও লিখতে পারো। ফোন নম্বর যেভাবে সেভ করা, তাতে তো পুরোটাই ফেক মনে হচ্ছে।’

কেকেআর টিমে খেলার সময়ই চিয়ার লিডার হাসিনের সঙ্গে প্রেম হয়েছিল শামির। ২০১৪ সালে তারা বিয়ে করেন সেই সময় শামির সঙ্গে প্রায় সব ইভেন্টে দেখা যেত হাসিনকে। ২০১৫ সালে তাদের একটি মেয়ে সন্তান হয়। এর কয়েক বছর পর থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে। ২০১৮ সাল থেকে সম্পর্কের অবনতি হয় তাদের। বর্তমানে তারা আলাদা থাকেন। যদিও আই

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com