ঢাকাকে বলা হয় মসজিদের শহর। প্রায় প্রতিটি গলিতে রয়েছে এক বা একাধিক মসজিদ। যেখানে শুধুমাত্র পুরুষদের নামাজের ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রায় মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা নেই।
আবার যে সব এলাকার মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নারীদের নামাজের ব্যবস্থা রয়েছে, তা আবার অধিকাংশেরই জানা নেই। নারীদের মসজিদের লোকেশন জানা না থাকার কারণে অনেকেই সময় মতো নামাজ আদায় করতে পারে না।
তাদের জন্য এ আয়োজন। ঢাকা শহরের যে সব মার্কেট, হসপিটাল ও মসজিদে নারীদের জন্য আলাদা নামাজ আদায়ে জায়গার ব্যবস্থা রয়েছে, তা হলো-
মসজিদসমূহ
>> ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ
>> নায়েম ভবন মসজিদ (ঢাকা কলেজের পেছনে)
>> ঢাকা নিউ মার্কেট মসজিদ
>> সোবহানবাগ জামে মসজিদ (ধানমন্ডি ২৭)
>> বায়তুল আমান মসজিদ (ধানমন্ডি ৮)
>> তাকওয়া মসজিদ (ধানমন্ডি ১২/এ লেক সংলগ্ন)
>> বায়তুল মামুর মসজিদের ২য় তলা (সায়েন্সল্যাব)
>> আল-আমিন মসজিদ, স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর
>> রমনা থানা জামে মসজিদ
>> আযাদ মসজিদ (গুলশান ২)
>> ফেরদৌসি মসজিদ, মিরপুর-১
>> উত্তরা ৪ নং, ৬ নং, ৭ নং সেক্টর মসজিদ