ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

দক্ষতা বাড়াতে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

অনুসন্ধান | অনলাইন ডেস্ক

(৪ মাস আগে) ৪ জুন ২০২৪, মঙ্গলবার, ৭:০৪ অপরাহ্ন

banglahour

শক্তিশালী স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) ইকোসিস্টেম তৈরির পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ (আইডিয়া) প্রকল্প। ‘আইডিয়া একাডেমিক প্রোগ্রাম জুন২৪ কোহোর্ট’ শীর্ষক এ প্রশিক্ষণে উদ্ভাবনী ধারণা, ব্যবসায়িক মডেল তৈরির পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক, হিসাব, আইনি, বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইডিয়া প্রকল্প।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, আইডিয়া প্রকল্পের উদ্যোগে ও স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেডের সহযোগিতায় উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য হাতে-কলমে শিখতে পারছেন। এর ফলে তাঁদের দক্ষতা এবং জ্ঞানের পরিধি বাড়ছে, যা তাঁদের স্টার্টআপ গঠনে সহযোগিতা করবে।

উল্লেখ্য, প্রশিক্ষণের জন্য ৯৪২টি আবেদন জমা পড়লেও  যাচাই-বাছাই শেষে ১১৩ জন উদ্যোক্তা ও তরুণকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত মে মাসে শুরু হওয়া এক মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মূল্যায়নের পর উদ্যোক্তাদের সনদ দেওয়া হবে বলে জানিয়েছে আইডিয়া প্রকল্প।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com