ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ভেঙে দিলেন নিকোলাস

খেলা | অনলাইন ডেস্ক

(৭ মাস আগে) ১৮ জুন ২০২৪, মঙ্গলবার, ১২:১৮ অপরাহ্ন

banglahour

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন দেশটির তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। ক্রিস গেইল টি-টোয়েন্টিতে ৭৯ ম্যাচে অংশ নিয়ে দেশের হয়ে রেকর্ড ১২৪টি ছক্কা হাঁকিয়ে ছিলেন।

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে ৬টি চার আর ৮টি ছক্কা হাঁকান নিকোলাস পুরান। এদিন ৮টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে গেইলের সেই রেকর্ড ভেঙে দেন পুরান। তিনি ৯২ ম্যাচে ১২৮টি ছক্কা হাঁকান।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে রেকর্ড ৬৩টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। তার চেয়ে ১১ ম্যাচ বেশি খেলে মাত্র ৩৯টি ছক্কা হাঁকিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৪ ম্যাচে ১৯৪টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। ১৭৩টি ছক্কা হাঁকিয়ে অবসরে নিউজিল্যান্ডের সাবেক তারকা ওপেনার মার্টিন গাপটিল।

মঙ্গলবার সেন্ট লুসিয়ায় নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ২১৮ রান করেছে উইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ক্যারিবীয়দের সর্বোচ্চ রানের মাইলফলক।

এদিন আফগানেদের বিপক্ষে ৫ উইকেটে ২১৮ রান করে দুর্দান্ত বোলিংয়ে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় ক্যারিবীয়রা।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com