ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

নীলফামারীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তি প্রস্তর স্থাপন

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৭:১১ অপরাহ্ন

banglahour

আজ ২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক দেশের প্রতিটি উপজেলায় শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

ইতিমধ্যে এ প্রকল্পের ১ম পর্যায়ে ১২৫ টি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রায় ১৬৫০ কোটি টাকা ব্যয়ে ১৮৬ টি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম এর অংশ হিসেবে আজ নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপনকরা হলো। 

আগামীকাল ৩০ নভেম্বর ঠাকুরগাঁও জেলার পীরগন্জ,  হরিপুর  এবং পন্ঞ্চগড়ের সদর ও তেতুলিয়া উপজেলার মিনি স্টেডিয়াম নির্মাণ এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্হাপন করা হবে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ৩য় পর্যায়ের কার্যক্রমও ইতিমধ্যে শুরু হয়েছে। দেশের আরো ১৭৩ টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ডিপিপি প্রনয়নের কাজ চলছে।
নীলফামারীর কিশোরগঞ্জ  উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে কোভিড পরিস্থিতি সহ বৈশ্বিক নানা সংকটেও দেশের উন্নয়ন কর্মযজ্ঞ থেমে নেই। 

উল্লেখ্য প্রতিটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার মাঠ উন্নয়ন কাজ সহ দুইতলা প্যাভিলিয়ান ভবন নির্মাণ, ৫ ধাপ বিশিষ্ট সাধারণ গ্যালারি নির্মাণ সহ অন্যান্য উন্নয়ন কাজ থাকবে।

যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্হানীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, রাবেয়া আলীমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

জাতীয় থেকে আরও পড়ুন

banglahour
উপজেলা নির্বাচন অংশগ্রহণ
৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি

সর্বশেষ

banglahour
উপজেলা নির্বাচন অংশগ্রহণ
৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দিল বিএনপি
banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com