ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভারতের ক্রিকেট দলকে ভালোবাসা জানালেন সৃজিত

বিনোদন | বিনোদন ডেস্ক

(৯ মাস আগে) ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ৩:১৪ অপরাহ্ন

banglahour

গেল শনিবার ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জয় পান রোহিত-কোহলিরা। এরপর ঘূর্ণিঝড় বেরিলের কারণে আটকাপড়েন তারা। গতকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন দল ভারতে ফিরে এসেছে। বিশেষ বিমানে তারা দেশে ফেরেন। এরপর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে রোহিত-কোহলিরা নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপর মেরিন ড্রাইভে বিশেষ রোডশো এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি উৎসবের জন্য মুম্বাই উড়ে যান। 

গতকাল মুম্বাইয়ে সেই জনসমুদ্রের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে টালিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের কথা লিখে জানালেন তার মনের কথা। 

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটার বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি তুলে পুরো রাস্তাজুড়ে জড়ো হওয়া ভক্তদের দেখান। এ বিজয় উৎসবের সময় খেলোয়াড়রা তেরঙ্গা দিয়ে নিজেদের মুড়ে নিয়েছিলেন। আর তা প্রত্যক্ষ করতে দর্শকদের ভিড় ছিল দেখার মতো। গিজগিজ করছিল মানুষের মাথা। সবার মুখে তখন আনন্দ আর উল্লাস। এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত, যা সারাজীবন স্মৃতিতে থেকে যাওয়ার মতো মুহূর্ত। এ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের কথায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লিখলেন— 

‘পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ-যুগ ধাবিত যাত্রী
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি
দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে
সংকট দুঃখ ত্রাতা
জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।’

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এর আগে তা নিজের সিনেমা রাজকাহিনিতে ব্যবহার করেছেন। যদিও রবীন্দ্রনাথের এ ভাষা আমাদের অনেকেরই অজানা। আর এবার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে সেসবই আরেকবার ভাগ করে নিলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com