ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

অহংকারের কারণে বাইডেন হোয়াইট হাউসের যাওয়ার দৌড়ে থাকবেন ট্রাম্প

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(৬ মাস আগে) ৯ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৪:০৮ অপরাহ্ন

banglahour

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন না যে, জো বাইডেন (বর্তমান প্রেসিডন্ট) পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবেন। কারণ তার ইগো (অহংকার) রয়েছে, আর সে কারণেই প্রতিযোগিতায় থাকবেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগের কারণে তাকে বাদ দেওয়ার আহ্বান সত্ত্বেও তিনি হোয়াইট হাউসের যাওয়ার দৌড়ে থাকবেন। সোমবার রাতে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প ফক্স নিউজের শন হ্যানিটিকে বলেন, আমি মনে করি, আপনি জানেন তিনি, খুব ভালভাবে থাকতে পারেন। গত মাসের শেষের দিকে নিজেদের প্রেসিডেন্ট বিতর্কে বাইডেনের হতাশাজনক পারফরম্যান্সের পর এটি ছিল তার প্রথম সাক্ষাৎকার।

ট্রাম্প বলেন, তার এক ধরনের অহংকার আছে। তিনি ছাড়তে চান না। রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট আটলান্টায় সিএনএন আয়োজিত বিতর্কের বিশদ বিবরণ দেন এ সময়।

তিনি বলেন, সেই সময় বইডেন প্রায়শই তার চিন্তাশক্তি হারিয়ে ফেলেন এবং মাঝে মাঝে হতবাক হয়ে অসংলগ্ন কথা বলেন।

ট্রাম্প বলেন, আমি বলব এটি এক অদ্ভুত বিতর্ক ছিল। কারণ, কয়েক মিনিটের মধ্যে তার দেওয়া উত্তরগুলো কোনো উত্তর ছিল না। সেগুলোর খুব একটা অর্থ ছিল না। সেগুলো ছিল কেবলমাত্র একত্রিত কিছু শব্দ; যার কোনো অর্থ বা

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com