ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভারতকে হারিয়ে পাকিস্তানের অ্যাথলেটের সোনা জয়

খেলা | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ১১:৪২ পূর্বাহ্ন

banglahour

প্যারিস অলিম্পিকের জ্যাভেলিন থ্রো-তে ইতিহাস গড়লেন পাকিস্তানের অ্যাথলেট আরশাদ নাদিম। প্রথম কোনো পাকিস্তানি হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন তিনি।

জ্যাভেলিন থ্রো-তে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন আরশাদ। এতদিন বেইজিং অলিম্পিকে রেকর্ড ছিল নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটার। এবার সেটা টপকে গেছেন আরশাদ। তার জ্যাভেলিন অতিক্রম করেছে ৯২.৯৭ মিটার দূরত্ব।

আরশাদের কাছে হেরেছে টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরজ চোপরা। তিনি ছুড়েছেন ৮৯.৪৫ মিটার। জিতেছেন রুপা। এই ইভেন্টে ৮৮.৫৪ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।

এর আগে টোকিওতে পঞ্চম হয়েছিলেন নাদিম। তবে পরে ২০২২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন আরশাদ। যদিও সেই ইভেন্টে ছিলেন না চোপরা। পরে গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে চোপরার কাছে হেরে রুপা জেতেন আরশাদ। এবার অলিম্পিকের মূল মঞ্চে চোপরাকে হারিয়ে জিতলেন সোনা। সেই সঙ্গে গড়লেন ইতিহাস।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com