ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগের করে দেশ থেকে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন এমপি-মন্ত্রীরা। একই চিত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আওয়ামী লীগ–সমর্থিত। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ আত্মগোপনে আছেন বেশির ভাগ পরিচালক।
দুই–তিনজন পরিচালকের সাহায্য বিসিবির কাজ চালাচ্ছেন পেশাজীবী কর্মকর্তারা। এ অবস্থায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিকনির্দেশনার অপেক্ষায় আছে বোর্ড। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। দায়িত্ব পেয়েই আশার কথা শুনিয়েছেন এই ক্রীড়া উপদেষ্টা।
অক্টোবরে ঘরের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ। দেশের নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা। যার কারণে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট হাতছাড়া করতে পারে বাংলাদেশ। তবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ।
সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমার চোখে পড়েছে। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে।’
আইসিসির নিয়মের বাইরে গিয়ে ক্রিকেট বোর্ড পুনর্গঠনে সরকার হস্তক্ষেপ করলে সংকট আরও বাড়তে পারে। অতীতে সরকারের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিল। বাংলাদেশের ক্রিকেট নিশ্চয়ই সে পরিণতি চাইবে না। সে ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বসে তাদের মতামত ও বর্তমান পরিস্থিতি আইসিসিকে জানিয়েই বিসিবিকে যা করার করতে হবে।
বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় ক্রীড়া মন্ত্রণালয় তাদের নিয়ন্ত্রণ করবে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ। রোববার (১১ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘বিসিবির বিষয়ে বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদেরকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা তাদেরকে পরামর্শ দিতে ও নিতে পারব।’
এ অবস্থায় ক্রিকেট–সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, জরুরি পরিস্থিতিতে আইসিসিকে বাস্তব অবস্থা জানিয়ে একটা সমাধান চাইতে পারে বিসিবি। বর্তমানে বেশির ভাগ পরিচালকের অনুপস্থিতিতে নেতৃত্বশূন্য সময় পার করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির কাছ থেকে নির্দেশনা নিয়ে আপৎকালীন বাংলাদেশের ক্রিকেট চালানোর জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি হতে পারে, যারা যথাযথ প্রক্রিয়া মেনে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।