ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সেমিফাইনালে ২ তারকা খেলোয়ারকে দলে পাচ্ছে না আর্জেন্টিনা

খেলা | স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২২, শনিবার, ৮:১৪ অপরাহ্ন

banglahour

মার্কোস আকুনিয়া ও গঞ্জালো মন্টিয়েল

কাতার বিশ্বকাপের কোয়াটার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ১টায় খেলাটি অনুষ্ঠিত হয়।

এ খেলায় রেফারির দায়িত্ব পালন করেন স্প্যানিশ মাতেউ লাহোজ। ১২০ মিনিটের খেলায় তিনি ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন। 

দুইটি হলুদ কার্ড পাওয়ায় আর্জেন্টিনার দুই ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস আকুনিয়াকে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে দেখা যাবে না।

ফিফার ২০২২ কাতার বিশ্বকাপের রেজুলেশন অনুযায়ী, যেসব খেলোয়ার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুইটি হলুদ কার্ড পাবেন, তারা সেমিফাইনাল খেলতে পারবে না। 

দুজনই এখন পর্যন্ত দুটি করে হলুদ কার্ড পেয়েছেন। তাই ১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে অনুষ্ঠিত সেমিফাইনালে পাওয়া যাবে না মন্টিয়েল ও আকুনারকে। মন্টিয়েল তার প্রথম হলুদ কার্ড পায় সৌদি আরবের বিপক্ষে। তাই তাকে বুঝে শুনে খেলাচ্ছিলেন স্কালোনি, কিন্তু শেষ রক্ষা হলো না। কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হিসেবে নেমেও হলুদ কার্ড দেখতে হয় এই ডিফেন্ডারকে। 

আকুনারও একই অবস্থা। তিনি হলুদ কার্ড পেয়েছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে। ডাচদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই রেফারি তাকে হলুদ কার্ড দেখান। সেমিফাইনালে দুই ডিফেন্ডারকে না পেয়ে নিশ্চয়ই চিন্তার ভাঁজ লিওনেল সেবাস্তিয়ান স্কালোনির কপালে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com