ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

৯০-এর দশক- তারুণ্য আর রোমান্টিসিজমের উত্তাল সময়

মতামত |

(৪ মাস আগে) ১৮ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪১ অপরাহ্ন

banglahour

৯০-এর দশক ছিল বিংশ শতাব্দীর শেষ দশক। ছিল তারুণ্য আর রোমান্টিসিজমের উত্তাল সময়। রাজনৈতিক কারনে ছিলোনা পারিবাবিক বা সামাজিক বিভাজন। অধিকাংশ ক্ষেত্রেই দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করার সুযোগ পেয়েছে। ছিল মেধার মুল্যায়ন। রাজনৈতিক মতাদর্শ কাজে লাগিয়ে ফায়দা হাসিলের সুযোগ ছিল অতি নগন্য, না ছিল কথায় কথায় ট্যাগ লাগানোর অপকৌশল।
নব্বই দশকের অনেক কথা অনেক গল্প আমাদের নস্টালজিক করে তোলে। সন্দেহাতীতভাবে প্রকৃতির কোলে বেড়ে উঠা সর্বশেষ প্রজন্ম ৯০ দশকের। প্রযুক্তির প্রসার, বাংলাদেশের আর্থ-সামাজিক এবং রাজনৈতিক পটপরিবর্তনের সবচেয়ে বড় সাক্ষী এই প্রজন্ম। ছাত্র এবং শিক্ষকের মধ্যকার সম্পর্ক ছিল পিতৃতুল্য। স্যারের নাম শুনে থরথর করে কাপার উদাহরণ এখন আর নেই। 
স্কুলের পড়ার বইয়ের মাঝে রেখে ম্যাগাজিন, তিন গোয়েন্দা বা মাসুদ রানা। বিটিভিতে আলিফ লায়লা, দ্যা নিউ এডভেঞ্চার অব সিন্দাবাদ, রবিনহুড, ম্যাকগাইবার, সুপারম্যান, ব্যাটম্যান। নব্বই দশক দেশের গোটা সাংস্কৃতিক অঙ্গনের জন্য ছিল আশীর্বাদ। বিটিভি আমাদের জন্য ছিল একটি আবেগের নাম। রাত ৮টার সংবাদের জন্য অপেক্ষা করতাম। সংবাদের পরপরই ধারাবাহিক নাটক বা বিদেশী সিরিয়াল। আনন্দ উদযাপনে গানের সঙ্গে মানুষের সম্পর্কটা অবিচ্ছেদ্য। চাঁদ রাতে ক্যাসেটের দোকানে থাকতো উপচে পড়া ভিড়। ৬০ মিনিটের একটি ক্যাসেট বিক্রি হতো ৩০ টাকায়।
প্রিয় উপহার ছিলো লজেন্স আর হাওয়াই মিঠাই ছিল কাঁচের জারে, সাদা কিংবা গোলাপি। ঈদকে ঘিরে চলত দিন গণনা। প্রতিটি রোজা শেষ হওয়া মানে ঈদের দিকে একদিন করে এগিয়ে যাওয়া। দুর্গাপূজার সময় মাটির তৈরি ছোট-বড় ঘটি উপহার দিতো আমাদের বন্ধুরা। শীত কিংবা গ্রীষ্মে সকালে ঘুম থেকে উঠেই পুকুরে ঝাঁপ ছিলো বাধ্যতামুলক। আর এখনকার সকাল শুরু হয় চোখ মুছতে মুছতে মোবাইল ফোন ধরে।

লেখক: একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট হেড। 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com