ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। অতিবৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে দেশের ১২টি জেলা। ভয়াবহ বন্যায় জীবন-মৃত্যুর মাঝখানে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। বন্যায় ভেসে যাওয়া মানুষের অসহায়ত্ব ও দীর্ঘশ্বাসে ভারি হয়ে উঠেছে সারা দেশের আকাশ-বাতাস। তবে আশার কথা এই যে, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর তরুণদের ওপর আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে জেগে উঠেছে মানবতা। মানুষ দাঁড়িয়েছে মানুষের পাশে। বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ নিয়ে মানুষ ছুটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দিকে। এর আগে দুর্যোগ-দুর্বিপাকে আমরা ত্রাণের জন্য দুর্গত মানুষকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখেছি। এবার আমরা এর উল্টো চিত্রের সাক্ষী হলাম। আস্থার পরিবেশ সৃষ্টি হলে এমনটিই হয়। ১৯৮৮ সালের বন্যায় খ্যাতিমান সাংবাদিক ফয়েজ আহমদের নেতৃত্বে ত্রাণ সংগ্রহের অভিযানেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এই চিত্র প্রত্যক্ষ করেছি। ওই সময় এখানে ফয়েজ আহমদ বন্যার্তদের জন্য রুটি তৈরির আয়োজন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রী এই রুটি তৈরির কাজে অংশ নিয়েছিলেন। এই রুটি প্রতিদিন বিতরণ করা হতো দুর্গত এলাকায়।
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বন্যার্তদের জন্য ‘গণত্রাণ’ কর্মসূচি। গণত্রাণ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিতে প্রতিদিন ঢল নামছে মানুষের। খাদ্যপণ্যের পাশাপাশি অর্থ সহায়তাও দিচ্ছেন অনেকে। করপোরেট পেশাজীবী থেকে শুরু করে দিনমজুর-রিকশাচালকসহ নানা বয়স, শ্রেণি-পেশার সর্বস্তরের জনগণ সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও ব্যক্তিগত যানবাহন নিয়ে ছুটে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে। সবার হাতে চাল, ডাল, আলু, তেল, খাবার স্যালাইন, লবণ, বিশুদ্ধ পানি, চিড়া, মুড়ি, বিস্কুটসহ নানা জাতীয় শুকনো খাবার। রয়েছে নগদ টাকা, কাপড়চোপড়, লাইফ জ্যাকেট, শিশুখাদ্য, স্যানিটারি প্যাডসহ প্রয়োজনীয় অনেক কিছুই। বড়দের পাশাপাশি ছোটরাও এই মানবিক কাজে অংশ নিচ্ছে।
ত্রাণসামগ্রী সংগ্রহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ স্বেচ্ছাসেবী কয়েকটি টিমে বিভক্ত হয়ে কাজ করছেন। একটি টিম ত্রাণ সংগ্রহ করে জমা করছে; একটি টিম টিএসসি ক্যাফেটেরিয়ায় প্যাকেজিং ও পাহারার দায়িত্বে রয়েছে; অন্য দুই টিম টিএসসির মূল ফটকের সামনে বুথ বসিয়ে নগদ অর্থ সংগ্রহ করছে; কেউ কেউ মাইকিং করে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। এ সময় দায়িত্ব পালনরত শিক্ষার্থীরা নগদ অর্থ প্রদানকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে রাখছেন। এর বাইরে যারা সশরীরে আসতে পারেননি, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবে অর্থ পাঠান বলে জানা গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে দেশের ১২টি জেলা বন্যাকবলিত। এই জেলাগুলোয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এ অবস্থায় ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দি। বন্যা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৩৯ মানুষ। দেশের এই সংকটকালে দিনরাত পরিশ্রম করে ত্রাণসামগ্রী সংগ্রহ করে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বন্যাকবলিত অঞ্চলে পৌঁছে দিচ্ছেন ঢাবির শিক্ষার্থীরা। ছাত্র-জনতার এই উদ্যোগকে স্বাগত জানানোর ভাষা আমাদের নেই। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর উচিত হবে উদ্ধার কার্যক্রম ও ত্রাণসহায়তা আরও কীভাবে বাড়ানো যায়, সে ব্যাপারে সমন্বিত পদক্ষেপ নেওয়া।