আগ্রাসী বন্যা
সানজিদা রিফা
কষ্টের ভার সইতে না পেরে চোখ দুটো টলমল।
সব বাধা ভেঙ্গে ওপার থেকে গড়িয়ে আসছে জল।
চারিদিকে আজ হাহাকার আর তীব্র আর্তনাদ।
জল সন্ত্রাসীরা খুলে দিয়েছে নদীর সকল বাঁধ।
ঘরবাড়ি, পথঘাট আজ সবই যাচ্ছে ভেসে।
এসব দেখে একদল পশু যাচ্ছে অবিরাম হেসে।
ভেসে যায় স্বপ্ন, ভেসে যায় আশা, ভেসে যায় এই বন্যায়।
পন করছি দমাতে দেব না আগ্রাসীদের এই অন্যায়। পানিবন্দীরা অপেক্ষা করছে অচেনা পথ চেয়ে।
কেউ কি ফিরবে ওই পথে
বাচবার আশা নিয়ে।
সবকিছু যে যাচ্ছে হারিয়ে জলের তীব্র স্রোতে।
আগ্রাসীরা কি পারবে এই অন্যায়ের মাশুল দিতে?
তবে এভাবে কি কৌশলে তারা করবে আমাদের খুন?
জেনে রেখো একতার দিক থেকে আজ আমরা বহুগুণ।
এটি যদি হয় তোমাদের অন্যায়ের নতুন এক চাল।
হারবো না তবু শক্ত করে এবার ধরছি হাল।
সহায় সম্বল হারিয়ে বেদনায় ফাটছে অসহায়দের বুক।
আর নয় ছাড় প্রতিবাদের চরম অগ্নিশিখা আবার জ্বলে উঠুক।
সানজিদা রিফা
এইচএসসি দ্বিতীয় বর্ষ, বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম ক্যান্ট পাবলিক কলেজ।