ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

সচিবালয় | অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৯:০৫ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংসদ সচিবালয়ের উপসচিব এ এস এম আতাউল করিমকে আহ্বায়ক এবং সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হককে সদস্য সচিব করে সাধারণ সভায় ওই কমিটি অনুমোদন করা হয়েছে।

শামসুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত এবং বৈষম্যমূলক পদায়নসহ বিভিন্নভাবে অবহেলিত ও নিষ্পেষিত কর্মকর্তা-কর্মচারীদের বৈষম্য নিরসন ও অফিসের পরিবেশ সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার জন্যে এই কমিটি কাজ করবে।

শামসুল হক এ রকম কমিটি গঠনের কারণ হিসেবে বলেন, “বিগত সরকারের আমলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকের প্রমোশন হয়নি, পোস্টিংও ছিল কিছু মানুষের হাতে কুক্ষিগত। আমরা এসব ফোরামের বাইরে গিয়ে যোগ্যতা অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য এক হয়ে কাজ করব।”

সচিবালয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com