ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

কর ফাঁকি অনুসন্ধানে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে এনবিআর

অনুসন্ধান | অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১০:৪৯ পূর্বাহ্ন

banglahour

প্রভাবশালীদের কর ফাঁকি অনুসন্ধানে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চেয়ারম্যানের নির্দেশনায় তালিকা তৈরি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)। যাচাই-বাছাই শেষে শুরু হবে তদন্ত। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, কর অঞ্চলগুলোও রাঘববোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান করতে পারবে।

গত দেড় দশকে অর্থনীতিতে প্রবৃদ্ধি হলেও কর জিডিপি অনুপাত বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। নানা উপায়ে কর ফাঁকি দিয়ে ফুলে–ফেঁপে উঠেছেন বহু মানুষ। এদের অনেকের ছিল রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রভাব। তাই সবকিছু জেনেও চুপ ছিল এনবিআর। রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতিপরায়ণ মানসিকতায়ও পার পেয়েছে অনেকে।

ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনবিআর। এস আলম, বসুন্ধরাসহ ছয় বড় গ্রুপের উদ্যোক্তাদের বিরুদ্ধে চলছে তদন্ত। শীর্ষ ব্যবসায়ীদের পাশাপাশি অন্যদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে এনবিআর। এরইমধ্যে রাজনীতিক, আমলা, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রভাবশালীদের ৩০ থেকে ৩৫ জনের একটি তালিকা করেছে এনবিআর। চেয়ারম্যানের নির্দেশনা পাওয়ার পর তালিকা আরও বড় করছে সিআইসি।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে আমরা কাজে অগ্রসর হব। আমরা মনে করছি, এই অনুসন্ধান কার্যক্রম থেকে কেউ ছাড় পাবে না। সবাইকে ট্যাক্স নেটের আওতায় আনা হবে।’

গোয়েন্দারা জানান, তদন্তের আওতায় আসা ব্যক্তি ও পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেনের তথ্য সংগ্রহ করা হবে। নামে-বেনামে থাকা অস্থাবর সম্পদও অনুসন্ধান করা হবে। এরপর প্রাপ্ত তথ্য মেলানো হবে আয়কর নথির সঙ্গে। পাশাপাশি কোনো বিশেষ উপায়ে সম্পদ বৈধ করে আয়কর ফাঁকি দিয়েছেন কিনা তাও দেখা হবে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা খুব ফার্মলি কাজ করব।’

কর ফাঁকি অনুসন্ধানে এখনও চুপ রয়েছে কর অঞ্চলগুলো। সরকার পতনের পর শুধু কর অঞ্চল ১৫ ও বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এনবিআর চেয়ারম্যান জানান, কর অঞ্চলগুলো নিয়মিত কাজের পাশাপাশি কর ফাঁকি অনুসন্ধান করতে পারবে। 

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com