ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

দেশে ফিরে ক্রিকেট দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা

খেলা | অনলাইন ডেস্ক

(৬ দিন আগে) ৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৫:২৯ অপরাহ্ন

banglahour

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাও আবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে, তাদের মাটিতেই। স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত সরকার।

দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয়ের পরপরই পাকিস্তানে ফোন করে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, এ সময় তিনি দলকে সংবর্ধনা দেওয়ার কথাও জানান।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দেশের বাইরে টাইগারদের এটি দ্বিতীয় টেস্ট সিরিজ জয়।

এর আগে প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ দল। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল টাইগাররা। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। এ ছাড়া ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে ঘরের মাঠে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয় শান মাসুদের দল।

এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা টেলিফোনে শান্তকে বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাকে (দলকে) নিয়ে গর্বিত।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা জানিয়েছেন- দেশে ফিরে আসার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com