ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিএনপি'র ভবনের পার্কিং থেকে এস আলমের একটি গাড়ি জব্দ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(৪ দিন আগে) ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৯ পূর্বাহ্ন

banglahour

চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি বহুতল ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে চট্ট–মেট্রো ঘ-১১-৫৩৪৪ নম্বরের গাড়িটি জব্দ করা হয়।

বাংলাদেশ সড়ক পরিববহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনে গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধন করা। এ ছাড়া ঠিকানা হিসেবে নগরের আসাদগঞ্জ এস আলম ভবনের ঠিকানা দেওয়া আছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়িটি যে ভবনের নিচে পাওয়া গেছে ওই ভবনটির ল্যান্ডওনার হলেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুরুল আলম চৌধুরী। ওখানে চারটি গাড়ি ছিল এবং পুলিশ যাওয়ার আগে আরও তিনটি গাড়ি সরিয়ে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হাসান জানান, এস আলমের একটি গাড়ি জব্দ করে গোয়েন্দা পুলিশ থানায় দিয়েছে।

গত ২৯ আগস্ট মইজ্জারটেকে এস আলমের একটি কারখনা থেকে এস আলমের ১৪ টি বিলাসবহুল গাড়ি মধ্যরাতে সরিয়ে ফেলার অভিযোগে বিএনপির তিন নেতাকে দলের সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে সরিয়ে ফেলা ১৪টি গাড়ির মধ্যে ১০টি ফিরিয়ে আনা হয় কারখানায়। বাকি চারটি আনা হয়নি। এর মধ্যে একটি বুধবার জব্দ করা গাড়িটি বলে জানা গেছে। 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com