পবিত্র ঈদুল আজহার পর গত মাসের শেষের দিকে কাজে ফিরেছি। আরও আগেই শুরু করার কথা ছিল। কিন্তু জুলাইয়ের শুরু থেকেই দেশের সার্বিক পরিস্থিতির কারণে কাজটি পিছিয়ে যায়। সরকার পতনের পর প্রথম নাটকের শুটিং শুরু করেছি। এটি মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের একটি কাজ। গত ২২ আগস্ট থেকে তিন দিন শুটিং হয়েছে। কিছু প্যাচওয়ার্ক বাকি ছিল, সেটি আজ (শুক্রবার) করতে যাচ্ছি। তবে কাজটি সম্পর্কে এখনই বিস্তারিত বলা মানা আছে।
আরিয়ান ভাই আমার পছন্দের পরিচালকদের একজন। তাঁর সঙ্গে কাজ করলে শিল্পীদের জন্য চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়।
অনেক আগে থেকেই আমি অপূর্ব ভাইয়ের ভক্ত। বড় ছেলেসহ তাঁর অনেক কাজ দেখেছি। একদিন তাঁর বিপরীতেই নায়িকা হয়ে কাজ করব, ভাবিনি। কাজটি শুরুর আগে নার্ভাস লাগছিল, শুটিংয়ে গিয়েও ভয় কাটছিল না; মনে হচ্ছিল সংলাপ ভুলে যাব। পরে প্রতিটি দৃশ্য করার আগে অপূর্ব ভাই, পরিচালক সুন্দর করে মহড়া করে নিয়ে কাজ করেছেন। অপূর্ব ভাইদের মতো শিল্পীদের কাছ থেকে নতুন প্রজন্মের অনেক কিছুই শেখার আছে। এই কয়েক দিনে আমিও অনেক শিখেছি।
২০২৩ সালে পবিত্র ঈদুল ফিতরে নাটক দিয়ে আমার অভিষেক। প্রায় দেড় বছরে মাত্র ১০টি নাটকে কাজ করেছি। বেশি বেশি কাজ করতেও চাই না। আমার তৃতীয় নাটক প্রচারের পর একটি প্রযোজনা প্রতিষ্ঠান আমার সঙ্গে ১০টি নাটকের চুক্তি করে। সেই কাজগুলোই করছি। তবে বাইরের দু-একটি নাটকেও কাজ তো করি।
নীহার এখন একমাত্র প্রেম কাজের সঙ্গে, পরিবারের সঙ্গে।
আরিয়ান ভাইয়ের নাটকটি ছাড়া আরও দুটি কাজ চূড়ান্ত। ২০ সেপ্টেম্বরের পর শুটিং শুরু হতে পারে।