ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভারত - বাংলাদেশের খেলা নিয়ে যা বললেন সৌরভ

খেলা | অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৬:৫২ অপরাহ্ন

banglahour

সদ্য শেষ হওয়া সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল। গত ২৪ বছর পর পাকিস্তানকে টেস্টে প্রথম হারানোর পাশাপাশি দুই ম্যাচের সিরিজেও পরাজিত করে টাইগাররা।

পাকিস্তানের মাঠে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে বাবর আজমদের হারানো সহজ ব্যাপার নয়। তাই সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। ভারত সিরিজে বাংলাদেশের জয়ের কোনও সম্ভাবনা দেখছি না। ভারতই সিরিজ জিতবে।’

তবে পাকিস্তান সফরে ঐতিহাসিক সিরিজ জয়ের ছন্দে থাকা বাংলাদেশ ভারত সফরে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে বলে মনে করেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেছেন, ‘পাকিস্তানকে ওদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে।’

কয়েক দিনের মধ্যেই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও  শেষ টেস্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে ৬, ৯ ও ১২ অক্টোবর।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com