অভিনেতা মনোজ প্রামাণিক ও অভিনেত্রী সালাহ খানম নাদিয়া
নাট্যনির্মাতা সাকিল সৈকত নির্মাণ করেছেন নাটক ‘হাত রেখেছি তোমার হাতে’। রোমান্টিক ঘরানার এ নাটকটি রচনা করেছেন শরিফুজ্জামান সাগর। আলোকসজ্জা প্রযোজনায় নাটকটির শুটিং করা হয়েছে মানিকগঞ্জের নবগ্রামসহ আশেপাশের এলাকায়।
নাটকটিতে পারিবারিক টানাপোড়েন, প্রেম আর সংঘাত-সংকটের গল্প বলা হয়েছে। সাকিল সৈকত নাটকটির বিষয়ে বলেছেন, তমা আর মিলনের ভালোবাসার গল্প হাত রেখেছি তোমার হাতে। এই গল্পে তাদের প্রেমে প্রবেশ করে ফারহান। তমার বাবা ও ফারহানের পারিবারিক টানাপোড়েন, এ নিয়ে তমা-ফারহানের বিয়ে। ত্রিমুখী টানাপোড়েন আর প্রেম বিয়ের সংকট নিয়ে নির্মত রোমান্টিক নাটক এটি।
একটি বেসরকারি চ্যানেলে শীঘ্রই প্রচারিত হবে নাটকটি। রোমান্টিক ঘরানার এ নাটকে অভিনয় করে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক ও অভিনেত্রী সালাহ খানম নাদিয়া।
এ নাটকে আরও অভিনয় করেছেন, শিল্পী সরকার অপু, শিশু শিল্পী অদিতি, আবদুল্লাহ রানা, শেলি আহসান, মুকুল সিরাজ ও সাইফুল ইসলাম প্রমুখ।