ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

জবির শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য কেন প্রয়োজন!

মতামত | অনলাইন ডেস্ক

(৪ মাস আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১১:৪৪ পূর্বাহ্ন

banglahour

দীর্ঘদিন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অধ্যাপকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক তথা ভিসি নিয়োগ নিয়ে আন্দোলন করে আসছে। আন্দোলনটি অত্যন্ত যৌক্তিক।

স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় রূপান্তর; যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০৫ সালে। এখানে প্রায় সাত শতাধিক শিক্ষক রয়েছেন। বিশ্ববিদ্যালয়টি নতুন হলেও এখানে যারা শিক্ষকতা পেশায় আছেন তাদের মধ্যে বেশ কিছু শিক্ষকের রয়েছে ঈর্ষণীয় গবেষণা সাফল্য।

বিশ্ববিদ্যালয়টির নানাবিধ সংকট রয়েছে। ছাত্রদের হল নেই, শিক্ষকদের আবাসন নেই, কর্মকর্তা-কর্মচারীদের তেমন সুযোগ-সুবিধা নেই। গবেষণা বরাদ্দ অপ্রতুল। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিশ্ববিদ্যালয়টি তার নিজস্ব অধ্যাপকের মধ্য থেকে ভিসি পায়নি। বাইরের বিশ্ববিদ্যালয় থেকে এখানে ভিসি হিসেবে অনেকে কাজ করেছেন। তারা ছিলেন প্রশাসক। নিজের ক্ষমতাকে সুসংহত করাই ছিল তাদের প্রধানতম কাজ। এ কাজ করতে গিয়ে তারা শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি করে ব্রিটিশদের মতো ‘ডিভাইড অ্যান্ড রুল’ পলিসি অবলম্বন করে বিশ্ববিদ্যালয়ে নয়াউপনিবেশ স্থাপন করেছিলেন।

উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন কিংবা সফলতা আনতে পারেননি। অবশ্য বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জে ২০০ একর জমি একোয়ার করেছেন। বিনিময়ে ঢাকার প্রাণকেন্দ্রের বিশ্ববিদ্যালয়ের সব হল প্রভাবশালী এমপি ও ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কখনো ঘুমায় না। ২৪ ঘণ্টা সচল থাকে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলে আটটা থেকে চারটা। এখানে কোনো মুক্ত-বুদ্ধি চর্চার সুযোগ নেই। ছাত্রদের হল নেই, ভালো মানের গ্রন্থাগার নেই। একটা বিশ্ববিদ্যালয় ২০ বছরে অবকাঠামোসহ তেমন সাফল্য অর্জন করতে পারেনি। তবে সহকর্মীদের অনেকেরই ব্যক্তিগত গবেষণায় অর্জন অভাবনীয়।

যাইহোক, এবার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনটির যৌক্তিকতা নিয়ে কিছু প্রসঙ্গ তুলে ধরতে চাই। আমাদের সহকর্মীদের ভেতর থেকে ভিসি নিয়োগ হলে তিনি জগন্নাথের বাস্তবতা ধারণ করবেন। দিনশেষে তিনি প্রশাসক না হয়ে আমাদের একজন সহকর্মী হয়ে থাকবেন। তিনি ভাববেন তার সহকর্মী ছাত্র-ছাত্রীদের নিয়ে। কিভাবে একটি বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক শিক্ষার মানদণ্ডে উন্নত করা যায়, তা নিয়ে তার সহকর্মীদের পরামর্শ ও সহযোগিতায় সব সমস্যার সমাধান করবেন। তিনি অতিথি হয়ে আসবেন না। তিনি আমাদেরই লোক হবেন, তিনি আমাদের কথাই ভাববেন। এমনটাই মনে করে বিশ্ববিদ্যালয়ের সব সহকর্মী, ছাত্রছাত্রী ও কর্মকর্তারা।

নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা সংস্কারের কোনো বিকল্প নেই। এ শিক্ষাব্যবস্থা যদি উপনিবেশিক চিন্তা কাঠামোর, শাসন কাঠামোর প্রয়োগ হয় তাহলে আমাদের মুক্তি নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের উপনিবেশিক শাসন ব্যবস্থা চায় না। আশা করি প্রফেসর ইউনূসের সরকার আমাদের বিষয়টি গুরুত্ব সহকারে বুঝবেন, উপলব্ধি করবেন ও আমাদের সহকর্মীদের ভেতর থেকে ভিসি নিয়োগ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম উন্নয়নের সব সুযোগ সুবিধা উন্মুচিত করবেন।

লেখক : ড. মো. আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com