ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভোলায় ফুলকুঁড়ির শিশু প্রতিযোগিতায় সৃজনশীলতার ঝলক

সারাদেশ | প্রেস বিজ্ঞপ্তি

(১ সপ্তাহ আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১১ অপরাহ্ন

banglahour

ভোলা শহর শাখার উদ্যোগে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের তত্ত্বাবধানে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে শিশুদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন এবং মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩য় শ্রেণি থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি শুরু হয় গতকাল ২৮ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় এবং চলে দুপুর ১২টা পর্যন্ত। এতে প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন ভোলা শহর শাখার সহকারী পরিচালক মো: মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হাসানুল বান্না, ক্রীড়া সম্পাদক ইরফানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জিনান মাহমুদ এবং বকুলকুঁড়ি আসরের পরিচালক সাদ আল জাবির।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন মাহফুজ এবং ফুলকুঁড়ি ভোলা শহর শাখার উপদেষ্টা, যিনি অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন এবং প্রতিযোগিতার সফলতা কামনা করেন। 

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি ও মানসিক দক্ষতার বিকাশ।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com