ইসরাইলের বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম। গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন গোষ্ঠীটির এই উপপ্রধান।
এক ভিডিওবার্তায় নাইম কাসেম হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এখানেই সব শেষ নয়।
এর আগে, হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম একটি প্রতিবাদি বিবৃতি জারি করে বলেছিলেন, গোষ্ঠীটি শীঘ্রই নাসরুল্লাহর স্থলাভিষিক্ত নিয়োগ করবে। তিনি হিজবুল্লাহর অস্ত্রের পরিসীমা নিয়ে গর্ব করে বলেন, গোষ্ঠীটি লড়াই চালিয়ে যাবে।
ইসরাইল লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননে এক হাজার মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে আরও ছয় হাজার এবং ইসরাইলি হামলায় ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে।
কাসেম বলেন, ইসরাইলি বাহিনী লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা ও গণহত্যা চালাচ্ছে। আর এতে ইসরাইলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, আমরই জিতবো যেভাবে ২০০৬ সালে ইসরাইলের সঙ্গে সংঘর্ষে জিতেছিলাম। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় ১০৫ জন নিহত হয়েছে।