জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের কণ্ঠে বারবার উচ্চারিত 'ইয়েস মুশফিক' শব্দটি জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও লেখক সালেহ আহমেদ খসরু। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশ্নোত্তর পর্বে যখন মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নকে স্বাগত জানানো হতো, তখন তিনি ভীষণ অনুপ্রাণিত বোধ করতেন।
শনিবার বিকেলে ঢাকা কলেজের অডিটরিয়ামে 'জুলাই গণঅভ্যুত্থানে আহত কবি ও লেখকদের গল্প' শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সেখানে আন্দোলনে অংশগ্রহণকারী ১৭ জন কবি ও লেখক তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। কালের ধ্বনি নামক প্রকাশনা সংস্থা তাদের অভিজ্ঞতা নিয়ে একটি বই প্রকাশ করেছে, যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন তারা।
আলোচনায় অংশগ্রহণকারী কবিরা হলেন আফিফ, শাহ হুজাইফা ফেরদৌস, হাসান ইমাম, মাসুক নুর, শেরিফ ফারুকী, হাসনাত আবদুল্লাহ, কাদের মাজহার, ইব্রাহিম নিরব, তুহিন খান, আল নাহিয়ান, মোহাম্মদ আসাদুল্লাহ, মোরশেদ আলম, চঞ্চল বাশার, আক্তার জামান, এবং হানিফ মোল্লা।
সালেহ আহমেদ খসরু তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “ড. আলী রীয়াজ এখানে উপস্থিত, আপনাকে আমি ভীষণ সম্মান করি। আপনার ভূমিকা গোটা জাতির কাছে উজ্জ্বল।” তিনি আরও বলেন, “আমরা মাঠে ছিলাম, আমি গুলি খেয়েছি, তা থেকে সৌভাগ্যের আর কি হতে পারে?”