রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এ হামলায় চালানো হয় বলে জানায়, আন্তর্জাতিক গনমাধ্যম রয়র্টাস।
রয়টার্স জানায়, খেরসন শহরের কেন্দ্রে ওই হামলা চালানো হয়েছে। হামলার পরপরই এক বিবৃতিতে একে ‘সন্ত্রাসী’ হামলা বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
হামলার পর ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গাড়ি ও ভবনে আগুন জ্বলছে। যদিও রাশিয়া প্রথম থেকেই দাবি করছে, তারা ইউক্রেনের বেসামরিক স্থাপনায় অভিযান অথবা হামলা চালাচ্ছে না।