ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

জামায়াত আমিরের সতর্কবার্তা: 'ফ্যাসিবাদী আচরণ করলে আল্লাহও ক্ষমা করবেন না

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ৭:২৯ অপরাহ্ন

banglahour

ফ্যাসিবাদের মতো আচরণ করলে জনগণ ও আল্লাহ কেউ ক্ষমা করবেন না বলে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভাটি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, "আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তবে আমরা ন্যায়বিচারে বিশ্বাসী। সব শহীদ পরিবারকে আহ্বান জানাই, আপনারা অবশ্যই ন্যায়বিচার চাইবেন। জামায়াতে ইসলামী আপনাদের পাশে থেকে আইনি লড়াই করবে। ন্যায়বিচার পেলে হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন এবং ভবিষ্যতে এ ধরনের স্বৈরশাসক হওয়ার ইচ্ছা আর কেউ করবে না।"

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদসহ আরও অনেক রাজনৈতিক নেতা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সদস্য সচিব ফারুক হাসান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

সভায় বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেন, অন্যায় ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাওয়া হবে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com