সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে বেশ আলোচিত হয়েছিলেন অভিনেত্রী সুজানা জাফর। প্রায় সাড়ে তিন বছর প্রেমের পর বিয়ে করেছিলেন তারা। তবে সে বিয়ে সাত মাসের বেশি টেকেনি। এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের বিয়ের কথা জানিয়েছেন সুজানা। পাত্রের নাম জায়াদ সাইফ। সুজানার স্বামী সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। এছাড়া ঠিক কবে, কোথায় এবং কীভাবে বিয়ে করেছেন, সে সম্পর্কেও এই অভিনেত্রী কিছু জানাননি।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি কেকের ওপর লেখা ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’। ভিডিওতে তার স্বামীকে একঝলক দেখা গেছে।
প্রসঙ্গত, একসময়ের জনপ্রিয় এ মডেল ও অভিনেত্রী দীর্ঘ সময় ধরে শোবিজ থেকে দূরে আছেন। আপাতত নিজের ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।
২০০৬ সালে রাজধানী ঢাকার একটি বায়িং হাউজের কর্মকর্তা ফয়সাল আহমেদকে বিয়ে করেছিলেন সুজানা। পরবর্তীতে বিচ্ছেদ হয় তাদের। এরপর হৃদয় খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।