দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে চট্টগ্রামে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এ ম্যাচে অভিষেক হয়েছে মাহিদুল ইসলামের।
চট্টগ্রাম টেস্ট হারলেই হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। এমন একটি ম্যাচের আগের দিন বড় ধাক্কা খায় টাইগার দল। অনুশীলনে মাথায় বল লেগে জাকের আলীর কানকাশন হয়েছে। এ কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হওয়া জাকের। তার জায়গায় টেস্ট অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলামের।
এদিকে জ্বরের কারণে একাদশে নেই লিটন দাসও। এই টেস্টে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের টেস্টে খেলা স্পিনার নাঈম ইসলাম বাদ পড়েছেন একাদশ থেকে।