ঢাকা, ১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাসযাত্রী নিহত

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৪:৪০ অপরাহ্ন

banglahour

সাভারে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে আসাদুজ্জামান নামের এক বাসের যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।


মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত ছিনতাইকারীদের কাউকেই আটক কিংবা শনাক্ত করতে পারেনি পুলিশ।


নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ থানার হারিয়ারকুঠি গ্রামের আবু বক্করের ছেলে। তবে তিনি কী কারণে বা কোথা থেকে সাভারে এসেছিলেন কিংবা কোথায় থাকতেন, সেসব বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, আজ সকালে নিউমার্কেটের ঠিক সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে নেমে হেঁটে রওনা হলে ছিনতাইকারীরা কুপিয়ে আহত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আসাদুজ্জামানের। পরে ছিনতাইকারীরা নগদ টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। নিহতের পাশে পড়ে থাকা মানি ব্যাগে শুধু তার জাতীয় পরিচয়পত্রটি পাওয়া যায়, যা দেখে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।


সাভার মডেল থানার উপপরিদর্শক মাহবুব আলম বলেন, খবর পেয়ে নিহত আসাদুজ্জামানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com