ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ইরানের হামলার হুঁশিয়ারি নিয়ে মুখ খুলল ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(৫ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ৯:১৯ পূর্বাহ্ন

banglahour

ইসরাইলের বিরুদ্ধে আরও আক্রমণ নিয়ে ইরানকে সতর্ক করেছেন মঙ্গলবার দেশটির প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি । গত শনিবার ইরানের মাটিতে বিমান হামলা চালায় ইসরাইল। যা ১ অক্টোবর তেহরানের শুরু করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া। 

ইরানের হামলার পর থেকে ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান।  

হার্জি হালেভির মতে, যদি ইরান পুনরায় হামলা করতে উদ্যত হয়, তাহলে ইসরাইল জানে কীভাবে ইরানে আঘাত করতে হয়।

বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইসরাইলের রেমন বিমান ঘাঁটিতে এয়ার ক্রুদের সঙ্গে আলাপচারিতা করেন আইডিএফের এই শীর্ষকর্তা।  

সেখানে তিনি বলেন, ‘ইরান যদি ভুল করে এবং ইসরাইলে আরেকটি ক্ষেপণাস্ত্রের ব্যারেজ চালায়, আমরা আবারও জানতে পারব কীভাবে ইরানে পৌঁছাতে হবে’।

হালেভি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরাইল ইরানের কাছে  এমন সক্ষমতা নিয়ে পৌঁছাবে, যা আমরা এই সময় ব্যবহারও করিনি। এই সময় আমরা যে সক্ষমতা এবং জায়গাগুলো লক্ষ্যবস্তু করিনি, সেগুলোকেই অত্যন্ত কঠোরভাবে আঘাত করা হবে’।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com