ঢাকা, ২ নভেম্বর ২০২৪, শনিবার, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটক ভ্রমণের দুয়ার খুলছে

সারাদেশ | অনলাইন ডেস্ক

(৩ দিন আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ১০:২৫ পূর্বাহ্ন

banglahour

সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটক ভ্রমণের দুয়ার খুলছে। তবে বান্দরবানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।


মঙ্গলবার (২৯ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।


সুপ্রদীপ চাকমা বলেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে ভ্রমণের ওপর আরোপ করা সিদ্ধান্ত তুলে নেওয়া হবে। ওই দিন থেকেই এই দুটি জেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। বান্দরবানও খুব দ্রুত পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তবে কবে এটি খোলা হবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।


খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকদের খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা থাকছে না।


এর আগে গত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিরৎসাহিত করে স্থানীয় প্রশাসন। পর্যটকদের ভ্রমণে নিরৎসাহিত করার পর থেকে বিপাকে পড়ে এ খাতসংশ্লিষ্ট মানুষ।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com