ঢাকা, ২ নভেম্বর ২০২৪, শনিবার, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

আফ্রিকার রান পাহাড়ে চাপা পড়ে আছে বাংলাদেশ

খেলা | অনলাইন ডেস্ক

(২ দিন আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ১২:৩১ অপরাহ্ন

banglahour

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেটে ৪১৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার এই ৫ উইকেট একাই নিয়েছেন তাইজুল ইসলাম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার রান পাহাড়ে চাপা পড়ে আছে বাংলাদেশ। গতকাল পুরো দিন মিলে বাংলাদেশ উইকেট নিতে পারে মোটে দুই উইকেট।  তাতে সাগরিকা থেকে হতাশা ছাড়া কোনো খবর নেই টাইগার সমর্থকদের জন্য। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বোলিংয়ে তাইজুলের সাফল্য কিছুটা হলেও চাঙ্গা করবে বাংলাদেশকে।

৯৯তম ওভারে ডেভিড বেডিংহামকে বোল্ড করে দ্বিতীয় দিনের প্রথম সাফল্য এনে দেন তাইজুল। ১০১তম ওভারে এসে ফেরান সেঞ্চুরিয়ান ডি জর্জিকে। ১০৩ তম ওভারে কাইল ভেরেইনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পূর্ণ করেন ৫ উইকেট। গতকাল তাইজুল শিকার করেন ২ উইকেট।

অর্থ্যাৎ, প্রােটিয়া ইনিংসে পতন হওয়া ৫ উইকেটের ৫টিই শিকার করেছেন তাইজুল। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে চট্টগ্রামের এই ভেন্যুতে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এখানে সর্বোচ্চ ৬৮ উইকেট সাকিব আল হাসানের। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাইজুল নেন ৮ উইকেট।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১১০ ওভার শেষে ৫ উইকেটে ৪১৩ রান। ক্রিজে রয়েছেন ওয়েইন মুল্ডার (২৭ বলে ১২*) এবং রায়ান রিকেলটন (৩৩ বলে ১১)।

দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করাই এখন লক্ষ্য টাইগারদের সামনে। এ ছাড়া ব্যাটিংয়ে কঠিন চ্যালেঞ্জ তো থাকছেই।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com