
বাংলাদেশ সরকার সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের দায়িত্বে থাকা সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি মামলা থাকার কথা উল্লেখ করা হয়েছে এবং তার সঙ্গে সরাসরি সংস্থাটির কাজের ক্ষেত্রে সরকার যেন নিজেই যোগাযোগ করতে পারে, সেই আবেদন জানানো হয়েছে।
রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বুধবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার সঙ্গে উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেন দ্রুত পদক্ষেপ নেয়, এমনটাই আশা করছে বাংলাদেশ। উল্লেখ্য, সায়মা ওয়াজেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং তিনি গত বছর ১ নভেম্বর ডব্লিউএইচও'র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে নির্বাচিত হন। চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন, যা পাঁচ বছরের জন্য নির্ধারিত।
এদিকে, চলতি বছরের ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদও আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।