ঢাকা, ২ নভেম্বর ২০২৪, শনিবার, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

চুপিসারে ভারত সফরে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

জাতীয় | আন্তর্জাতিক ডেস্ক

(২ দিন আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ৯:২৮ অপরাহ্ন

banglahour

 চলতি বছরের শুরুতে ক্যানসার ধরা পড়ার পর প্রথম বিদেশ সফরে অস্ট্রেলিয়া ও সামোয়ায় গিয়েছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী রানি ক্যামিলা। কিন্তু সেই সফর থেকে ফেরার পথে চরম গোপনীয়তার সঙ্গে ভারতে এসে বেঙ্গালুরুতে ৪ দিন কাটিয়ে গেলেন রাজ দম্পতি।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে অবস্থিত সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে তারা এই সময় অতিবাহিত করেন। স্বাস্থ্যকেন্দ্রটির প্রতিষ্ঠাতা ড. আইজ্যাক মাথাই নুরানাল, যিনি ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম চিকিৎসক। চার্লস এবং ক্যামিলা তার প্রশংসা করেন এবং এখানেই তাদের কয়েকদিনের ব্যক্তিগত সফর শেষ করেন।

সফরের সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণসহ যাবতীয় নিরাপত্তা ব্যবস্থাও এমনভাবে সাজানো হয়েছিল, যাতে সাধারণ মানুষ কোনো ভিভিআইপি আগমন বুঝতে না পারে। শনিবার রাতে বেঙ্গালুরু হ্যাল বিমানবন্দরে চার্লস ও ক্যামিলার ব্যক্তিগত বিমান অবতরণ করে এবং এরপর সড়কপথে তারা সুকিয়া স্বাস্থ্যকেন্দ্রে যান। সফর শেষে বুধবার ভোরে তারা ব্রিটেনের উদ্দেশ্যে বেঙ্গালুরু ত্যাগ করেন।

অস্ট্রেলিয়া সফরকালে সিডনিতে অপেরা হাউজে চার্লসকে দেখতে ১০ হাজারের মতো মানুষ সমবেত হয়েছিলেন। সামোয়াতে কমনওয়েল্থ দেশগুলোর সম্মেলনে যোগদান শেষে ভারত সফরে আসেন চার্লস ও ক্যামিলা।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com