ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:৫২ অপরাহ্ন

banglahour

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এবং গত বুধবার বিকেলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের পরিবারের সদস্য মঙ্গল মিয়া। নিহতরা হলেন- দুই অগ্নিদগ্ধ ভাইয়ের বাবা বাবুল (৪৫) ও ছোট বোন তাসলিমা (১২)। মঙ্গল মিয়া জানান, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডরগাও এলাকায় ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। সেদিন রাতেই একটি কয়েল থেকে আগুন লেগে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে, এবং এতে তার ভাই মোহাম্মদ বাবুল, ভাইয়ের স্ত্রী মোছাম্মৎ সেলি, ভাতিজা ইসমাইল, সোহেল, ভাতিজি তাসলিমা ও মুন্নী দগ্ধ হন।

অগ্নিদগ্ধ ইসমাইল ও সোহেল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর বুধবার বিকালে তাসলিমা এবং বৃহস্পতিবার সকালে বাবুল মারা যান। এই শোকাবহ ঘটনার পর পুরো পরিবার এবং স্বজনরা হতভম্ব হয়ে পড়েছেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান জানান, ইতিমধ্যেই নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com