যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির প্রায় অর্ধেক ভোটার মনে করছেন, নির্বাচনে যেই জয়ী হোক না কেন, এতে গণতন্ত্র দুর্বল হবে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ পরিচালিত জরিপ অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ ভোটার নির্বাচনের ফল উল্টে দেওয়ার প্রচেষ্টা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটারই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারংবার জালিয়াতির দাবি এবং নির্বাচনের পর ফল অস্বীকারের সম্ভাবনা নিয়ে শঙ্কিত। রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটদের মাঝে এই উদ্বেগ বেশি। তবে ৮০ শতাংশের বেশি ভোটার বিশ্বাস করেন, ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস হেরে গেলে ফল মেনে নেবেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই বিভক্তি নির্বাচনের পর আরও ঘনীভূত হবে এবং আমেরিকান গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করবে।