কুমিল্লার চৌদ্দগ্রামে খাবার হোটেলের আড়ালে মাদক বিক্রির ঘটনায় সাতজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টেবর) সকালে উপজেলার জগমোহনপুর এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জগমোহনপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মাসুদ রানা, ঘোষতল গ্রামের আবুল কাশেমের ছেলে আবদুল খালেক, বদরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন, নারায়নপুর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে পারভেজ, কেছকিমুড়া গ্রামের মৃত আবুল কাশেমের নূর নবী, বরুড়া উপজেলার দেওড়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে শরীফ হোসেন ও ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার তেরকান্দা গ্রামের আনোয়ার হোসেনের মোজাহিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।
র্যাব সূত্রে জানা গেছে, মাদক ও অস্ত্র উদ্ধারে র্যাবের একটি অভিযানিক টিম বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকায় একটি হোটেলে অভিযান চালায়। অভিযানকালে সাতজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেলগুলোতে ট্রাকের ড্রাইভার ও হেলপারদের কাছে মাদক বিক্রি করে আসছিল।
কিছু হোটেলের মালিক বা ম্যানেজাররা খাবার হোটেলের ব্যবসার সঙ্গে সঙ্গে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছে। ট্রাকের চালকরা খাবার খাওয়া এবং বিশ্রামের জন্য খাবার হোটেলগুলোতে বিরতি নিয়ে থাকে। বিরতিকালে ড্রাইভার এবং হেলপাররা হোটেলগুলো থেকে মাদকদ্রব্য কেনে এবং সেবন করে।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।